2020 সাল আসতে না আসতেই আবারো ধর্ষন তাও একজন এসিপি 
আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন 
খুবই কমন একটি বিষয় কিন্তু প্রতিনিয়ত আমাদের সামনে আসে সেটি হচ্ছে ধর্ষণ
এটি হচ্ছে 2020 সালের প্রথম ধর্ষণ যে কিনা একজন এসআই হয়েও একটি মেয়েকে ধর্ষণ করেছে
এরকম ঘটনা আমাদের দেশে অহর অহর ঘটে
আজকের এই নিউজটি পড়ে আপনার অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন
মিরপুর মডেল থানার এসআই বাপ্পি এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে আর সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে
তো মেয়েটি কি অভিযোগ করেছিল সে বিষয়টি এখানে আমি তুলে ধরবো
নিউজটি সম্পূর্ণ শক্তি আপনি চাইলে বড় বড় নিউজ চ্যানেল সাইটে গিয়ে সার্চ করে দেখতে পারেন
তুমি এটি কি অভিযোগ করেছিল সেটি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে বলছি আমি
মেয়েটি জানিয়েছে সেই ছেলেটির সাথে তার 5 বছরের প্রেমের সম্পর্ক ছিল সেই এসআই বাপ্পির সাথে
আর সেই সম্পর্কে তাদের শারীরিক সম্পর্ক হয়েছে
কিন্তু যখন মেয়েটি বিয়ের কথা বলল তখন হঠাৎ করে ছেলেটি বিয়ে করতে চাচ্ছে না তালবাহানা করছে সেই এসআই বাপ্পি
তারপর একদিন সেই ছেলেটি এস আই বাপ্পি মেয়েটিকে তার বাসায় ডাকে এবং মেয়েটি বাসায় আসার পর তাঁকে আবারো ধর্ষণ করা হয়েছে তার আগে ভিডিও গুলো দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং সে যদি না রাজি হয় তাহলে বিভিন্ন পর্ন সাইটে তার ভিডিও আপলোড করে দেবে এ ধরনের ভয় দেখিয়েছে
এরপর মেয়েটি থানায় এসে সেই এসআই বাপ্পির বিরুদ্ধে থানায় একটি মামলা করে 
আর সেই মামলার পরিপেক্ষিতে সেই ছেলেটি এসআই বাপ্পীকে গ্রেফতার করা হয়েছে 
এই ছিল সংক্ষিপ্ত পুরো ঘটনাটি
এখানে আপনাদের কি মনে হয় দোষ কি শুধু ছেলেটা কার 
মেয়েটার কি কোন দোষ নেই সে পাঁচ বছর প্রেম করেছে এবং তার ইচ্ছায় তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে
সম্মতিতে করলে কোন দোষ নেই
আর সম্মতি না থাকতেই বিশাল বড় পাহাড়
এখানে মেয়েটির সম্মতি ছিল না বলে ছেলেটির সম্পূর্ণ দোষ হয়ে গিয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়ে গিয়েছে
এখনো বাংলাদেশের কিছু আইন রয়েছে যেগুলো ব্রিটিশ আমলের আইন
এগুলো পরিবর্তন করা দরকার
দুইজনের সম্মতিতে অকাজ করলে এটা বৈধ আর একজনের সম্মতি না থাকলেই সেটা অবৈধ
এটা কেমন আইন
এখানে একটি কথা মাথায় রাখবেন সকল পুলিশ রা খারাপ হয়না 
এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করুন
এরকম শারীরিক সম্পর্ক আল্লাহ তাআলা বিয়ের পর বৈধ করেছে
তাই বিয়ের আগে এরকম খারাপ সম্পর্ক কে আপনারা বৈধ করবেন না 
এর ভবিষ্যৎ কি হতে পারে আপনারা নিজে ই আন্দাজ করতে পারবেন
সব সময় এগুলো থেকে বিরত থাকুন 
আমাদের ধর্ম ইসলাম এগুলোকে কখনোই সমর্থন করে না 
ধন্যবাদ এই নিউজটি পড়ার জন্য আশাকরি নিউজটি পড়ে ভালো কিছু শিক্ষা গ্রহণ করবেন
আর অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আমাদেরকে